রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা ফিল্ড সুপারভাইজার এইচ. এম. রুহুল আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। 

নির্বাহী অফিসার প্রতিযোগিতা শেষে ৩ গ্রুপের বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন এবং প্রতিযোগীতায় সবচেয়ে ভালো যে করেছে তার হাতে বিশেষ পুরষ্কার তুলে দেন। 

এসময় উপস্থিত ছিলেন, একামতে দ্বীন মডেল কামিল মাদরাসার সহকারী অধ্যাপক, হাফেজ আব্দুল আওয়াল, দারুস সুন্নাহ কাউলীবেড়া মাদ্রাসার হাফেজ শহীদুল্লাহ, কোর্টপাড় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শাহ আলম, উপজেলা মডেল জি.সি মাওলানা ফরহাদ হোসেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন, জি. সি মাওলানা আইয়ুব আলী, জি. সি মাওলানা কিবরিয়া মুন্সি, মাওলানা তৌকির আহমেদ প্রমুখ।

উল্লেখ্য যে, দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২৫ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার প্রতিটি উপজেলায়ও হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ভাঙ্গা উপজেলায়ও ২০২৪-২৫ অর্থ বছরের উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ