রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

বাংলাদেশ খেলাফত মজলিসের শৈলকুপা উপজেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ আব্দুল আলিম (শৈলকুপা) ঝিনাইদহ:

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে শৈলকুপায় এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মাওঃ মোঃ মিজানুর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান। পার্শ্ববর্তী মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোঃ মুহিববুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ সদস্য।

বাংলাদেশ খেলাফত মজলিস এর লক্ষ্য, উদ্দেশ্য ও গঠনতন্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে ২০২৫-২৬ সেশনের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মাওলানা আলমগীর হুসাইনকে সভাপতি ও মাওলানা মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

তাছাড়াও অন্যান্য পদে যারা শপথ গ্রহণ করেন, তারা হলো : সহ-সভাপতি ক্বারী শহিদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা কারিমুল, সহ-সভাপতি মাওলানা রাশেদ, সহ-সভাপতি মাওলানা শওকত, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজল শাহ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ইলিয়াস, বায়তুলমাল সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সহ-অফিস সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আলিম, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা রবিউল আজম।নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ