রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন হলে সেটি প্রহসনের হবে : বুলবুল

নড়াইলে আর্মি ক্যাম্পের উদ্যোগে বাজার মনিটরিং, ৩ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নড়াইল সদর আর্মি ক্যাম্প ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। রমজানের প্রথম দিনেই (রোববার) শহরের রূপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন ব্যবসায়ীকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী, কৃষি বিপণন কর্মকর্তা মারিয়া রায়হানাসহ ভোক্তা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

দোকানের লাইসেন্স না থাকায় শহরের রূপগঞ্জ বাজারের মেসার্স রায় ওয়াচ ও ট্রেডার্সের মালিক শ্যামল রায়কে ৫ হাজার টাকা এবং মালামাল কেনার ভাউচার না দেখাতে পারায় ফল ব্যবসায়ী তারক বিশ্বাসকে এক হাজার টাকা ও কাঁচামাল ব্যবসায়ী জাহিদকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করায় সাধারণ ক্রেতার মাঝে স্বস্তি দেখা যায়। পুরো রমজান মাস জুড়ে বাজার মনিটরিং করার অনুরোধ করেন ক্রেতা সাধারণ।

এ ব্যাপারে নড়াইল সদরের ইউএনও সঞ্চিতা বিশ্বাস বলেন, বাজার মনিটরিং আমাদের নিয়মিত কাজ। এছাড়া মাহে রমজান শুরু হয়েছে। আর্মি ক্যাম্পের সহযোগিতায় আমরা বাজার মনিটরিং করছি। পুরো রমজান মাসসহ অন্য সময়েও আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। ভোক্তা বা গ্রাহক পর্যায়ে যাতে কেউ অসুবিধা সৃষ্টি করতে না পারে, সেদিকে আমরা সচেষ্ট থাকব।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ