মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ফরিদপুরের ভাঙ্গা থানায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বারি মসুর-৮ সংরক্ষণে ‘হার্মেটিক সাইলো ব্যবহার’ শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মো. শাহাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রইচ উদ্দিন। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুনের সভাপতিত্বে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় উক্ত ব্লকের পরিচালক মুরাদ হোসেনের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজ সেবক মো. মতিউর রহমান, ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বায়েজিদ শেখ, মো. বেলায়েত হোসেন, সংশ্লিষ্ট কর্মকর্তা, মো. শাজাহান শেখ, মো. লুৎফর রহমান, এ্যাডভোকেট আবু সুফিয়ান জামি, মাহমুদুল হাসান মুস্তাকিন, মো. তোতা খলিফা, মো. মান্নান মোল্লা, মো. জাহাঙ্গীর, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক-কৃষানীগণ প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. শাহাদুজ্জামান বলেন, আমিষের ঘাটতি পুরনে মসুরের বিকল্প নেই। মসুরের মাঠ দিবসে কৃষকদের  উদ্যেশ্যে তিনি বলেন, বারি মসুর-৮ একটি জিংক সমৃদ্ধ ডাল। ডালের উৎপাদন বৃদ্ধি করে আমিষ এবং জিংকের ঘাটতি পুরনে সহায়ক ভূমিকা পালন করবে। অতিরিক্ত  উপপরিচালক (শস্য) মো. রইচ উদ্দিন বলেন, কৃষকরা জিংক সমৃদ্ধ বারি মসুর -৮ চাষের মাধ্যমে জিংক ঘাটতি পুরন করতে সক্ষম হবে।সেই সাথে ডালের উৎপাদনের মাধ্যমে জনগোষ্ঠীর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। তিনি বীজ সংরক্ষণের জন্য একটি এনজিও সংস্থা কর্তৃক বিশেষ ধরনের বাতাস প্রতিরোধক টিনের বাক্স প্রদর্শন করেন।  উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন কৃষকদের বারি মসুর-৮ চাষে  কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে রোগ প্রতিরোধে জিংক সমৃদ্ধ এ ডাল চাষাবাদ, বীজ সংরক্ষণে হার্মেটিক সাইলো (বাতাস প্রতিরোধক) ব্যবহারের  বিষয় তুলে ধরেন।

কৃষকদের জন্য সচেতনামূলক ক্যাম্পেইন করায় গ্রামবাসী সকলের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ  ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্থানীয় সমাজ সেবক মো. মতিউর রহমান। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ