রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

ফরিদপুরের ভাঙ্গা থানায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বারি মসুর-৮ সংরক্ষণে ‘হার্মেটিক সাইলো ব্যবহার’ শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মো. শাহাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রইচ উদ্দিন। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুনের সভাপতিত্বে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় উক্ত ব্লকের পরিচালক মুরাদ হোসেনের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজ সেবক মো. মতিউর রহমান, ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বায়েজিদ শেখ, মো. বেলায়েত হোসেন, সংশ্লিষ্ট কর্মকর্তা, মো. শাজাহান শেখ, মো. লুৎফর রহমান, এ্যাডভোকেট আবু সুফিয়ান জামি, মাহমুদুল হাসান মুস্তাকিন, মো. তোতা খলিফা, মো. মান্নান মোল্লা, মো. জাহাঙ্গীর, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক-কৃষানীগণ প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. শাহাদুজ্জামান বলেন, আমিষের ঘাটতি পুরনে মসুরের বিকল্প নেই। মসুরের মাঠ দিবসে কৃষকদের  উদ্যেশ্যে তিনি বলেন, বারি মসুর-৮ একটি জিংক সমৃদ্ধ ডাল। ডালের উৎপাদন বৃদ্ধি করে আমিষ এবং জিংকের ঘাটতি পুরনে সহায়ক ভূমিকা পালন করবে। অতিরিক্ত  উপপরিচালক (শস্য) মো. রইচ উদ্দিন বলেন, কৃষকরা জিংক সমৃদ্ধ বারি মসুর -৮ চাষের মাধ্যমে জিংক ঘাটতি পুরন করতে সক্ষম হবে।সেই সাথে ডালের উৎপাদনের মাধ্যমে জনগোষ্ঠীর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। তিনি বীজ সংরক্ষণের জন্য একটি এনজিও সংস্থা কর্তৃক বিশেষ ধরনের বাতাস প্রতিরোধক টিনের বাক্স প্রদর্শন করেন।  উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন কৃষকদের বারি মসুর-৮ চাষে  কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে রোগ প্রতিরোধে জিংক সমৃদ্ধ এ ডাল চাষাবাদ, বীজ সংরক্ষণে হার্মেটিক সাইলো (বাতাস প্রতিরোধক) ব্যবহারের  বিষয় তুলে ধরেন।

কৃষকদের জন্য সচেতনামূলক ক্যাম্পেইন করায় গ্রামবাসী সকলের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ  ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্থানীয় সমাজ সেবক মো. মতিউর রহমান। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ