রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের

ফরিদপুরের ভাঙ্গায় স্বাস্থ্য কমপ্লেক্সের দালালদের জেল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দালাল চক্রের ছয় জন মহিলা সদস্যকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কারাদন্ড প্রদান করা হয়। পরে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া এদেরকে ৬ দিনের সাজা প্রদান করেন এবং দালাল চক্রের ঐ ছয় সদস্যকে ভাঙ্গা থানা পুলিশ  তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

সোমবার দুপুরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃতরা হলেন, তাসলিমা (৩০), কোহিনুর (৩০), নাজমা (৩৮), পারভিন আক্তার (৩৫), মুন্নি (২৫), ফাহিমা (৩৫) নামক কে ধারা-১৮৮ পেনাল কোড অনুয়ায়ী

এদেরকে ৬ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। 

সূত্রে জানা যায়, এরা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র সদস্য এরা বিভিন্ন সময়ে সরকারি হাসপাতালে আগত রোগীদের কৌশলে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন সময় রোগীদের কাছ থেকে প্রতারণা করে থাকে। এরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে রোগীদের নিয়ে যায় এবং ক্লিনিক থেকে দালালরা মোটা অংকের একটি কমিশন নেয় বলে এবিষয় অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সাথে দালালি করার অভিযোগে দালাল চক্রের ৬ সদস্যকে আটক করে ধারা-১৮৮ পেনাল কোড অনুযায়ী এদেরকে ছয় দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ