মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

লটারিতে কপাল খুলল দুই ইমামের, সুযোগ পেলেন ওমরার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ীর পরিবার তিন বছর ধরে স্বল্প বেতনে চাকরি করা ইমাম ও মুয়াজ্জিনদের বিনা খরচে ওমরার সুযোগ করে দিচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারও দুইজন ইমাম বিনা খরচে ওমরা আদায়ের সুযোগ পাচ্ছেন। লটারির মাধ্যমে তাদের বাছাই করা হয়েছে। 

প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে শহীদুল ইসলাম বাবু রাড়ীর পরিবারের পক্ষ থেকে নড়িয়া পৌরসভার ৭০টি মসজিদের ১২০ জন ইমাম ও মুয়াজ্জিনদের হাতে ঈদ উপহার হিসেবে তুলে দেওয়া হয় পাঞ্জাবির কাপড়, পাগড়িসহ নানা উপহার। রোববার (২৩ মার্চ) দুপুরে লোনসিং এলাকায় উপস্থিত হওয়া ইমাম ও মুয়াজ্জিনদের উপহার দেওয়া শেষে তাদের মধ্যে লটারির আয়োজন করা হয়। এরপর সেখান থেকে দুজনকে নির্ধারণ করে ওমরাহর সুযোগ করে দেওয়া হয়।

সামান্য বেতনে যেখানে ইমাম-মুয়াজ্জিনদের পরিবার-পরিজন নিয়ে সাধারণ জীবনযাপন করেন, সেখানে ওমরাহ করা যেন তাদের জন্য দুঃসাধ্য ব্যাপার। তাদের জন্য এমন ব্যতিক্রমী আয়োজন করে প্রশংসা কুড়িয়েছে বাবু রাড়ী।

এ বছর ভাগ্য নির্ধারণে ওমরাহ করার সুযোগ পেয়েছেন মকদুম বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি আল আমিন এবং উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। বিনামূল্যে ওমরাহ করার এমন সুযোগ পেয়ে খুশি তারা।

হাফেজ মুফতি আল আমিন বলেন, ‘এ বছর যখন লটারির কথা শুনেছি, তখন আল্লাহর কাছে দোয়া করেছি। আমার মা দোয়া করে বলেছেন, তোমার ইচ্ছে আল্লাহ কবুল করুক। আজ আমার সেই ইচ্ছে আল্লাহ কবুল করেছেন। আমাদের ওমরাহ করার স্বপ্ন যে ব্যক্তির মাধ্যমে কবুল করা হয়েছে, তার জন্য দিল থেকে দোয়া করি।’

মোহাম্মদ হেলাল উদ্দিন নামের একজন ইমাম বলেন, ‘বাবু রাড়ীর মাধ্যমে আমি গতবার ওমরাহ করে এসেছি। আল্লাহর ঘর দেখে আমার মন খুশি হয়ে গেছে। দোয়া করি তার মাধ্যমে সবসময় যেন এভাবেই ইমামরা ওমরাহ করতে পারেন।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ