মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

আল ইরশাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল ইরশাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বরুকা গ্রামে এই আয়োজন করা হয়।

গতকাল বুধবার (২ এপ্রিল) সকাল ১০টায় বরুকা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। 

আল ইরশাদ ফাউন্ডেশনের দফতর সম্পাদক মুফতী দিলাওয়ার আহমাদ জানান, এই মানবিক সেবামূলক কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল, গরিব ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা। এতে প্রায় দুই শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। 

মুফতী দিলাওয়ার আহমাদ আরও জানান, এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগী দেখেন ও পরামর্শ প্রদান করেন। পরামর্শ প্রদানে উপস্থিত ছিলেন ডা. রুহুল আমিন রাফিন ও ডা. আবদুল্লাহ আল মামুন। 

এ সময় রোগীদের বিনামূল্যে মেডিসিন ও সাধারণ রোগ সংক্রান্ত পরামর্শ, গ্যাস্ট্রোলজি, হাড়, বাত ও নাক-কান-গলাসহ শিশু রোগের চিকিৎসা প্রদান করা হয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ দেওয়া হয়।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএ ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল স্কলার ও ফুলবাড়ীয়া প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ড. জাহাঙ্গীর আলম।

অতিথির বক্তব্যে ড. জাহাঙ্গীর আলম বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে আল ইরশাদ ফাউন্ডেশন যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা প্রশংসনীয়।

এছাড়াও ডা. আব্দুল হালিম, মাস্টার লিয়াকত আলী, মাস্টার ইব্রাহিম খলিল, জনাব মোশারফ হোসেন, জনাব আব্দুর রহমানসহ সংগঠনটির দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে কাজ করেছেন আল ইরশাদ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মাহবুবুল আলম রুবেল, সহসভাপতি হাফেজ আবু ইউসুফ, সেক্রেটারি মাওলানা বেলাল আহমদ, ক্যাশিয়ার মুফতী জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতী রেজাউল করীম মনির, দফতর সম্পাদক, মুফতী দিলাওয়ার আহমাদ, প্রচার সম্পাদক, হাফেজ নাজমুল হাসান, সাহিত্য সম্পাদক মুফতী কাউসার আহমদ রিফাত। 

আল ইরশাদ ফাউন্ডেশনের এই উদ্যোগে স্থানীয়রা কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, অসহায় ও দুস্থ মানুষের জন্য এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ