মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

‘সুস্থ্য মানুষের মতো দৃষ্টি প্রতিবন্ধীদের মেধা ও দক্ষতা রয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গত বুধবার দুপুরে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে  এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর উপদেষ্টা ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক। বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক এবং গল্পাকার ও সাংবাদিক সেলিম আউয়াল, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি সিলেট শাখার মহাসচিব ডা. মো. হারুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।

মো. ফয়সল আহমদের পরিচালনায় ইসলামী সঙ্গীত অনুষ্ঠানে সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবীসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের সংগীত শুনে অভিভূত হন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, সুস্থ্য সবল মানুষের মতো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা রয়েছে। পর্যাপ্ত পরিচর্যা ও সুযোগ পেলে তারাও বিভিন্ন প্লাটফর্মে তাদের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রাখবে। তিনি বলেন, প্রতিবন্ধীদের সমাজের বোঝা হিসেবে না ভেবে তাদেরকে আপনজনের ন্যায় সহযোগিতা করতে হবে। তবেই তারা স্বাবলম্বী ও মানবসম্পদে পরিণত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।

তিনি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বিত্তবানসহ সমাজের সবাইকে সম্মিলিতভাবে  এগিয়ে আসার আহবান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ