সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে পূর্বশত্রুতার জেরে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে রোববার রাতে সংঘর্ষ হয়। সংঘর্ষে কুদ্দুস মোল্লা (৫০) নামে একব্যক্তি নিহত হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মুনসুর আহমেদ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের প্রতিপক্ষ হিসেবে রাত প্রায় ১০টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মকরপুট্টি গ্রামের মো. দবির মাতুব্বর গ্রুপ ও হাজী বজলু মুন্সি গ্রুপের মধ্যে রাতে দোকানে বসে কথা কাটাকাটি হয়। এর জের ধরে টর্চলাইটের আলোতে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে ‍লিপ্ত হয়। দীর্ঘক্ষণ চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান ৫০ বছর বয়সী কুদ্দুস মোল্লা।

এদিকে কুদ্দুস মোল্লা নিহত হওয়ার খবর শুনে দবির মাতুব্বর গ্রুপের লোকজন পালাতে শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

দবির মাতুব্বর গ্রুপের হাতে কুদ্দুস মোল্লা নিহতের খবর ছড়িয়ে পড়তেই মকরমপট্টি গ্রামের বিভিন্ন বাড়িতে রাতে লুটপাট চালানো হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছে এর মধ্যে গুরুতর আহত প্রায় ২০জন।  এবং আহত বেশ কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

এবিষয়ে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন সাংবাদিক দের জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ