সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

মৌলভীবাজারে মাদরাসা শিক্ষকের ওপর হামলা, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজারের কুলাউড়ায় অতর্কিত হামলার শিকার হয়েছেন মাদরাসা শিক্ষক মোহাম্মদ আহসান উদ্দিন। এ সময় ওই শিক্ষককে লাঞ্ছিত করেন আব্দুর নুর নামের এক যুবক।

মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলার কর্মধা ইউনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামে ঘটনাটি ঘটে।

আহসান উদ্দিন ওই ইউনিয়নের বাবনিয়া হাসিমপুর নিজামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগী রাতে তিনি থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে তিনি মোটরসাইকেলযোগে মাদরাসায় যাচ্ছিলেন মোহাম্মদ আহসান উদ্দিন। পথিমধ্যে পশ্চিম হাসিমপুর এলাকায় পৌঁছামাত্র আব্দুর নূর নামে পূর্বপরিকল্পিতভাবে তার মোটরসাইকেল আটক করে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর এবং মোটরসাইকেল ভাঙচুর করে।

পরে হামলার বিষয়টি এলাকায় জানাজানি হলে মাদরাসার শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনতা হামলাকারী আব্দুর নূরকে আটক করে বিক্ষোভ করেন। 

খবর পেয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ শান্ত করে এবং হামলাকারী নূরকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি মো. গোলাম আপসার বলেন, গ্রেপ্তার নূর থানা হেফাজতে রয়েছেন। আদালতের মাধ্যমে আগামীকাল তাকে কারাগারে প্রেরণ করা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ