সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

আলোচিত বাবা-মেয়েকে নিয়ে যে তথ্য দিলেন কেয়ারটেকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাভারে ঘটে যাওয়া মেয়ে কতৃক বাবার হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনায় নিহত হয়েছেন আব্দুস সাত্তার, যার মৃতদেহ তারই ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে তার মেয়ে জান্নাত জাহান শিফা (২৩) ও তার দুই সঙ্গীকে।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী কেয়ারটেকার জানান, রাত আনুমানিক ৪টা নাগাদ তিনি একটি ফোনকল পান। ফোনে বলা হয়, “আঙ্কেল, আমরা পাঁচ তলার ১৪ নাম্বার ফ্ল্যাট থেকে বলতেছি। আমাদের দরজা কেউ বাইরে থেকে আটকায়ে দিছে।” তিনি বিষয়টি শুনে ফ্ল্যাটে উঠে যান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দরজায় নক করেন। এ সময় ওই ফ্ল্যাটের ভেতর থেকে জানানো হয়, “এখন দরজা খোলা যাবে না, পুলিশ আসবে, তারপর দরজা খোলা হবে।” 

পরে পুলিশ এসে দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং মৃতদেহ উদ্ধার করে। একই সঙ্গে পুলিশ জান্নাত জাহান শিফাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে এই ফ্ল্যাটে তার চাচাতো দুই বোনকে আর দেখা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে ফ্ল্যাটে তালা লাগিয়ে চাবি নিয়ে যাওয়া হয়।

তদন্তে জানা যায়, আব্দুস সাত্তার ২০১৯ সালে দ্বিতীয় বিয়ে করেন। সেই নারীরই মেয়ে জান্নাত জাহান শিফা। ওই নারী মারা যাওয়ার পর থেকেই পারিবারিক অশান্তি চরমে পৌঁছে। জানা যায়, শিফা তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ২০২২ সালে নাটোরে একটি মামলা করেছিলেন। পাল্টা প্রতিশোধ হিসেবে আব্দুস সাত্তার মেয়ের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা করেন।

এই বিরোধ থেকেই মূলত হত্যাকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, শিফা আদালতে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিও দিয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ