সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

কক্সবাজারে আল্লামা নদভী রহ. স্মরণে সেমিনার ২৪ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ববরেণ্য আরবী সাহিত্যিক, চট্টগ্রাম জামিয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভী রহ. এর জীবন, অবদান ও চিন্তাধারা নিয়ে কক্সবাজারে সেমিনারের আয়োজন করেছে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ।

সম্প্রতি সংগঠনের এক নীতিনির্ধারণী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা নুরুল হক চকোরী। সভায় নেতৃবৃন্দ বলেন, আল্লামা সুলতান যওক নদভী রহ. ছিলেন একজন দূরদর্শী রাহবার, ইসলামী শিক্ষা ও সাহিত্য আন্দোলনের একজন ঐতিহাসিক কিংবদন্তি। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা বাংলাদেশ ব্যুরোর চেয়ারম্যান, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস-এর সভাপতি সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সভায় আরও জানানো হয়, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবেও তাঁর প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা ও অভিভাবকত্ব স্থানীয় সাহিত্য-সংস্কৃতির অগ্রযাত্রায় অমূল্য ভূমিকা রেখেছে।

পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ এরশাদুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ হাসান, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী এবং নির্বাহী সদস্য মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৪ মে (শনিবার) কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদস্থ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে এই সেমিনার অনুষ্ঠিত হবে। এতে দেশের খ্যাতিমান ইসলামিক স্কলার, ওলামা-মশায়েখ, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংবাদিকগণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ