আবদুর রউফ আশরাফ
বানিয়াচংয়ে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) বিকাল ৩ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। সেমিনারের সঞ্চালনা করেন বানিয়াচং উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট বিভাগীয় সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান। এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জালার উদ্দিন, বানিয়াচং উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল প্রমুখ। সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুসরাত ফেরদোসী, পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক ও এনজিও প্রতিনিধি।
সেমিনারে সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী বলেন, “প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হলে তাদের মৌলিক চাহিদা, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে হবে। সরকার এই বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। তবে, শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে।”
মূল প্রবন্ধ উপস্থাপনকারী সিলেট বিভাগীয় সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেন বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিতে হবে।” তিনি তার উপস্থাপনায় প্রান্তিক জনগোষ্ঠীর চ্যালেঞ্জ, সমস্যাবলি এবং সমাধানমূলক দিকগুলো তুলে ধরেন।
সেমিনারের শেষ পর্বে অংশগ্রহণকারীদের মাঝে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়, এবং নানা গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে আসে।
এমএইচ/