শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মসজিদে নববীতে এক দিনে বিতরণ ১৮৩ টন জমজমের পানি কলকাতায় বাংলাদেশি ইলিশের দাম চড়া, আগ্রহ হারাচ্ছে ক্রেতারা মাদরাসাতুল কুরআনে ‍দুই দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত আগামী সরকার জুলাই আত্মত্যাগকে ধারণ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা  ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: এ টি এম আজহার ৩৭ বছরের ইমামকে রাজকীয় বিদায় ইমাম-খতিবদের হয়রানি বন্ধে হেফাজতের ‘বিশেষ সেল’ খোলার আহ্বান এদেশের সব ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে: মির্জা ফখরুল সংকট এড়িয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান সালাহউদ্দিনের জামায়াতের আমির হামযার বক্তব্যের কড়া প্রতিবাদ মুহসীন হল শিক্ষার্থীদের

ইসলাম নারীর ন্যায্য অধিকার ও সর্বোচ্চ সম্মান নিশ্চিত করেছে: হেফাজত মহাসচিব 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুফতি তানযিল হাসান, কুমিল্লা 

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, ইসলাম নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। দিয়েছে নারীর জান-মালের নিরাপত্তা ও সর্বোচ্চ সম্মান। বর্তমান নারী কমিশন প্রস্তাবিত বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়িত হলে নারীদের অধিকার ক্ষুন্ন হবে। এসব নারী মর্যাদা বিরোধী আইন বাস্তবায়নের চেষ্টা করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। আমরা আল্লাহ ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী। নারীর এই অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে পরিণতি ভাল হবে না।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ‘ইসলামে নারীর মর্যাদা ও অধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা জেলা উলামা পরিষদ এ সেমিনারের আয়োজন করে।

কুমিল্লা জেলা উলামা পরিষদের মজলিসে শূরা সদস্য মাওলানা দ্বীন মুহাম্মদ আশরাফের তত্বাবধানে ও শূরা সদস্য মাওলানা জামিল আশরাফ ও মাওলানা এমদাদ উল্লাহ খাঁনের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি শাইখুল হাদিস আল্লামা নুরুল হক।

 সেমিনারে প্রধান আলোচক ছিলেন, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দিন নানুপুরী।

এছাড়াও সেমিনারে আরও আলোচনা করেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বরুড়া মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ নোমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন, চান্দিনা থানা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি মাওলানা আহমাদ উল্লাহ, মুফতি ফয়জুল্লাহ কাসেমী, মাওলানা আলী আহমাদ, মুফতি নাঈম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা মহানগরের সভাপতি মুফতি ওমর ফারুক সুলতানি, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মামুনুর রশিদসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ।

'ইসলামে নারীর মর্যাদা ও অধিকার' শীর্ষক সেমিনারে প্রবন্ধ পাঠ করেন কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ