রবিবার, ২৫ মে ২০২৫ ।। ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আবুল ফাতাহ কাসেমীর ‘ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা’ গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত পাকিস্তানে প্রবল ঝড়-বৃষ্টিতে নিহত অন্তত ১৯, ব্যাপক ক্ষয়ক্ষতি আদালতে শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যাচেষ্টা জেরুজালেমে সাইরেন, হুতির ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সেনাদের মাওলানা ইসমাঈল বরিশালীর স্বাস্থ্যের উন্নতি মাদরাসা শিক্ষা উভয় জগতে সফলতার জন্য অপরিহার্য : ইআবি ভিসি পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনের সঙ্গে শায়খে চরমোনাইয়ের একাত্মতা নির্বাচন কমিশনের প্রতি আস্থা রয়েছে: খেলাফত আন্দোলন জিম্মি স্বজনদের প্রশ্ন ‘রাতের ঘুম হয় কীভাবে, মিস্টার নেতানিয়াহু?’ মুজাহিদ কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি হলেন গিয়াস উদ্দিন খান

সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : হাসনাত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, এখানে সব সম্প্রদায়ের লোক থাকবে, কারো শাখা-সিঁদুর দেখে নির্যাতন করা হবে না।

আজ রবিবার (২৫ মে) দুপুর ১টায় বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে এবং উপজেলা সদরে গণসংযোগ ও এক পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন। ওই সময় বাঁশখালী নিয়ে নানা ধরনের স্লোগান দিয়ে হাসনাত আবদুল্লাহ নিজেও খুবই মুখরিত ছিলেন।
 
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা যখন এখানে কথা বলছি, তখনও ঢাকায় সচিবালয়ে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা নিজেদের বিকল্পহীন মনে করবেন না। এরকম ভাবলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো আপনাদের বিকল্প খুঁজে নেবে মানুষ। সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, তা ছাত্র-জনতা কঠোরভাবে প্রতিরোধ করবে।

গণমাধ্যমকর্মীদের বলতে চাই, আপনারা আধিপত্যবাদদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থী সাংবাদিকতা করুন।’
বাঁশখালীবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘এনসিপির বহু কেন্দ্রীয় নেতা বাঁশখালীর সন্তান, বাঁশখালীর সড়কটি খুবই সংকীর্ণ। ভবিষ্যতে এই সড়কের যদি সংস্কার না হয় তাহলে আপনারা বাঁশখালীর সন্তান কেন্দ্রীয় এনসিপি নেতাদের কৈফিয়ত করবেন এবং ধরবেন।’

এনসিপির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তার সাথে ছিলেন এনসিপি দলীয় কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব সুজা উদ্দিন, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, নাহিদা সরোয়ার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ইমন ছৈয়দ, সংগঠক আরমান হোসেন, সংগঠক আজিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, বাঁশখালী উপজেলার এনসিপি সংগঠক মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ