শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

মধুখালীতে মুফতি শারাফাত হুসাইনের গণসংযোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হুসাইনের নেতৃত্বে মধুখালীতে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এই গণসংযোগ কার্যক্রমে (১৬ ও ১৭ জুন) তিনি মাছকান্দি, ব্রাহ্মণকান্দা, কাজীর রাস্তা বাজার, দিঘুলিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

গণসংযোগকালে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে। রিকশা প্রতীকের পক্ষে শ্লোগানে শ্লোগানে মুখর ছিল বিভিন্ন এলাকা। উপস্থিত জনতা “নতুন বাংলাদেশের ভোট, ইসলামের পক্ষে হোক!”—এমন ধ্বনিতে তাদের সমর্থন ব্যক্ত করেন। অনেকেই মুফতি শারাফাত হুসাইনের হাত ধরে ইসলামপন্থীদের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

এই গণসংযোগে আরও অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা সুবহান মাহমুদ, শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি কামরুজ্জামান, মধুখালী থানা শাখার সহসভাপতি কবির বিন সাঈদসহ খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের নেতাকর্মীরা।

স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, মুফতি শারাফাত হুসাইনের সরাসরি সম্পৃক্ততা ও তৃণমূল পর্যায়ে সক্রিয়তা ফরিদপুর-১ আসনে ইসলামপন্থীদের অবস্থানকে আরও সুদৃঢ় করছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ