শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

মুরাদনগরে ইমাম ও খতিব ঐক্য পরিষদের আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার মুরাদনগরে ইমাম ও খতিবদের নিয়ে গঠিত ইমাম ও খতিব ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২১ জুন) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা উমালোচান উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুফতি আবু মুসা আশআরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন উপজেলা ইমাম ও খতিব ঐক্য পরিষদের উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা তাজুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান। 

আলোচনা সভায় বক্তারা বলেন, উলামায়ে কেরাম নবীর ওয়ারিশ হিসেবে সুন্নতের ওপর পাবন্দী হয়ে চলতে হবে। ইসলামের জন্য ঊর্বর জমিতে জাতীয় স্বার্থে উলামায়ে কেরামগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করতে হবে। সকল মতাদর্শের উলামায়ে কেরাম এক ও নেক হয়ে কাজ করতে হবে। উলামায়ে কেরাম সকল অন্যায়ের বিরুদ্ধে জনসাধারণের কল্যাণের লক্ষ্যে তাদের অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, ইমাম সাহেবগণ সমাজের নেতা হিসেবে জনসাধারণের প্রতি তাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। সমাজে শিরক, বিদআত, কুফর ও কুসংস্কারসহ সকল অন্যায়ের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে হবে।

তারা বলেন, আসুন আমরা সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কুরআন ও সুন্নাহের পথে অগ্রসর হয়ে ইসলামকে বিজয়ী করি। এতে নারী ও শিশুসহ জনসাধারণের অধিকার শতভাগ নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

মাওলানা শিহাব উদ্দিন আশরাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম, মুফতি জামাল হোসাইন, মুফতি ফরহাদ হোসাইন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা হুসাইন মুরাদ, মাওলানা সাইফুল ইসলাম, ক্বারী সাইদুল ইসলাম, মাওলানা আক্তার হোসেন, মুফতি সানাউল্লাহ নূরী, মাওলানা দীদারে ইলাহি, হফেজ মাওলানা সাইফুল ইসলাম আজহার, মাওলানা ইয়াকুব, মুফতি মাজহার আল মাহদী, মাওলানা আব্দুল বাসির সিদ্দিকী, মুফতি বায়জিদ, মুফতি আব্দুল মালেক, মুফতি আব্দুর রাজ্জাক প্রমূখ।

এসময় সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ