শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন না হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ 

জুলাই বিপ্লবের পর গঠিত বিপ্লবী সরকারের পক্ষ থেকে দেওয়া জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না হলে সারা দেশে আবারও গণআন্দোলনের ডাক দিয়েছে জুলাই যোদ্ধা সংসদ।

রোববার (২২ জুন) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই যোদ্ধা সংসদ ঝিনাইদহ জেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সদস্য সচিব রত্না খাতুন। এতে তিনি বলেন, “বিপ্লবী সরকারের ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য যে ৩০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছিল, তার মধ্যে এখন মাত্র তিন দিন বাকি। অথচ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এই ধীরগতিকে আমরা জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে দেখি।”

তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন ক্ষমতার জন্য নয়, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন না হলে তীব্র আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আনিচুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবির, এবং জুলাই যোদ্ধা রাহাত মিয়া, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ সংগ্রাম আর প্রাণদানের মধ্য দিয়ে অর্জিত এই বিপ্লবের লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। কিন্তু সরকার প্রতিশ্রুতি দিয়ে এখন তা উপেক্ষা করছে।

সাইদুর রহমান বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতার যে প্রত্যাশা ছিল, তা এখনও পূরণ হয়নি। আমরা চাই গণহত্যার বিচার হোক, নির্বাচন ব্যবস্থায় সংস্কার হোক, এবং অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা হোক। বর্তমান পরিস্থিতিতে এসব দাবি উপেক্ষা করা হলে আমাদের নতুন করে রাজপথে নামা ছাড়া কোনো উপায় থাকবে না।”

সংবাদ সম্মেলনে এক আবেগঘন বক্তব্যে জাতীয় যুবশক্তির সংগঠক হুমায়ুন কবির বলেন, “জুলাই বিপ্লবে দুই হাজার তরুণ প্রাণ উৎমর্গ করেছে। আমরা সেই ত্যাগকে ভুলে যেতে পারি না। কেউ যদি মনে করে, আমরা নির্বাচনের নামে প্রহসন মেনে নেব, তারা বোকার স্বর্গে বাস করছে।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই—জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, গণহত্যার বিচার ও নির্বাচন ব্যবস্থায় দৃশ্যমান সংস্কার ছাড়া এই দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”

সংবাদ সম্মেলনের শেষ দিকে নেতারা সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা আবারও রাজপথে নামতে প্রস্তুত।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ