বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী

সিলেট জেলা ও মহানগর হেফাজতের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট জেলা ও মহানগর শাখা হেফাজতে ইসলামের কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার (২৩ জুন) নগরীর শামীমাবাদ মাদরাসায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব এই কমিটি ঘোষণা করেন।

সিলেট জেলা কমিটির সভাপতি হয়েছেন মাওলানা রেজাউল করিম জালালী। আর সাধারণ সম্পাদক হয়েছেন সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ খাদিমানী।

সিলেট মহানগর হেফাজতে ইসলামের সভাপতি হয়েছেন মাওলানা মুশতাক আহমদ খান। আর সাধারণ সম্পাদক মাওলানা আসজাদ আহমদ।

এ সময় হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও অর্থ সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমীসহ সিলেটের নেতারা উপস্থিত ছিলেন। দুই শাখার পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে।

সিলেটে হেফাজতের ইসলামের নেতাদের মধ্যে কয়েক দিন ধরেই নানা ইস্যুতে বিরোধ চলছি। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত গড়ায়। মূলত বিরোধ মীমাংসা করতেই হেফাজতের কেন্দ্রীয় তিন নেতা সিলেটে যান এবং নতুন কমিটি ঘোষণা করেন। যদি এই কমিটি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অসন্তোষের কথা জানিয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ