শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭


মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের বেজগাঁও পুরনো ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় বরিশাল থেকে ঢাকামুখী দ্রুতগতির সৌরভী পরিবহনের যাত্রীবাহী বাস সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে বাইকটি বাসের সামনের অংশ দিয়ে ভেতরে ডুকে চাকার নিচে পিষ্ট হয়।

বাইকে থাকা দুজনের একজন ঘটনাস্থলেই চালক সোহেল রানা (৪৫) নিহত হন এবং অপর আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে হাস্পাতালে মোটরসাইকেল আরোহী মতিউর রহমান (৫০) মারা যান।

এ ঘটনায় প্রায় আধাঘন্টা ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ ছিল।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক জানান, হাইওয়ে পুলিশ বাস ও দুমড়ে মুচড়ে যাওয়া বাইকটি জব্দ করে সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে বাস চালক পালিয়ে গেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ