বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৫ শরিয়াহভিত্তিক ব্যাংকের বোর্ড ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াতের ৯৩ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা  অন্তর্বর্তী সরকারের আমলেই শুরু তিস্তা প্রকল্পের কাজ: আসিফ মাহমুদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ নিউইয়র্কে ১০ লাখ মুসলিম মর্যাদার সঙ্গে বসবাস করবেন: মেয়র মামদানি টাইফুন কালমেগির আঘাত ফিলিপাইনে, নিহত ৬৬ ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান  ত্রাণ প্রবেশে বাধা, যুদ্ধবিরতিতেও ক্ষুধার্ত গাজা

মাওলানা আব্দুর রব ইউসুফীর সুস্থতার দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহ-সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা আব্দুর রব ইউসুফী হাফি.-এর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তার বাসায় যান জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। গত ৪ জানুয়ারি রোড এক্সিডেন্টে মারাত্মক আহত হন মাওলানা আব্দুর রব ইউসুফী।

আজ (৭ জানুয়ারি) সকালে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া দেশবাসীর কাছে অসুস্থ জমিয়তনেতার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন— তিনি বাংলাদেশে ইনসাফপূর্ণ শাসন প্রতিষ্ঠা, আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ গঠন ও ইসলামের চর্চা বৃদ্ধি তথা দাওয়াতি কার্যক্রমে নিরলস কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ইলমে হাদীস ও দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারেও তার ঈর্ষণীয় ভূমিকা ও অবদান রয়েছে। 

এই বৃদ্ধ বয়সেও তিনি যেভাবে ইসলাম ও দেশের স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছেন, তা আদর্শিক ও রাজনৈতিক নেতৃত্বের জন্য অনুকরণীয়। এমহান বুজুর্গ ব্যক্তিত্বের কাছ থেকে দেশ ও জাতির অনেক কিছু পাওয়ার আছে।

তিনি বলেন— পরম করুণাময় মহান আল্লাহর দরবারে প্রখ্যাত এই বুুজুর্গ আলেমের দ্রুত সুস্থতা লাভ ও দীর্ঘ হায়াতে তাইয়্যেবার জন্য আমি কায়মনোবাক্যে দুআ করছি এবং দেশবাসীর কাছেও তার আরোগ্য লাভের জন্য বিশেষ দুআ কামনা করছি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ