বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী।
আজ (বৃহস্পতিবার) বাদ মাগরিব তাকে দেখতে হাসপাতালে যান জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, যুগ্ম মহাসচিব মাওলানা ড. শোয়াইব আহমদ এবং প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।
নেতৃবৃন্দ অসুস্থ মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
এসএকে/
                              
                          
                              
                          
                        
                              
                          