রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১১ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি নেতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ইবনে শাইখুল হাদিস ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা পরস্পরের জীবনসঙ্গী হিসেবে সফলতার মন্ত্র ফখরুলের ‘দক্ষিণপন্থীদের উত্থান’ মন্তব্যে কড়া সমালোচনা ইসলামী আন্দোলনের মহাসচিবের পি আর পদ্ধতিতেই জবাবদিহিতামূলক সরকার কায়েম হবে: পীর সাহেব চরমোনাই  প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের কাগজপত্র বিতরণ শুরু বাসচাপায় মাদরাসা ছাত্রী নিহত, সড়ক অবরোধ একা পারছি না, বিভিন্ন পর্যায়ে আলেমদের অংশগ্রহণ জরুরি: ধর্ম উপদেষ্টা জুলাই সনদে মাদরাসা ছাত্রদের স্বীকৃতিও দিতে হবে: গাজী আতাউর রহমান

গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের চেয়ারম্যান ব্যাংককে চিকিৎসাধীন, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রখ্যাত আলেমে দীন, বিদগ্ধ শিক্ষাবিদ ও আদর্শ মানুষ গড়ার কারিগর, গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মানফুজুর রহমান বর্তমানে থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি ইংল্যান্ড সফরকালে তিনি হঠাৎ করে তীব্র ব্যাক পেইনে আক্রান্ত হন। পরে পরীক্ষা-নিরীক্ষায় স্পাইনজনিত জটিলতা ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাজ্য থেকে সরাসরি থাইল্যান্ডের অন্যতম বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠান Bangkok Hospital-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে ভর্তি আছেন এবং সম্ভাব্য Spine Surgery-এর প্রস্তুতি নিচ্ছেন। 

অধ্যাপক মাওলানা মানফুজুর রহমান দেশের একজন বিজ্ঞ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং নিজ হাতে গড়ে তুলেছেন শত শত শিক্ষক ও আলেম সমাজ। তাঁর হাত ধরেই তৈরি হয়েছে বহু গুণী মানুষ, যারা আজ দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। 

এই মহান শিক্ষাবিদের সুস্থতা যেন জাতির জন্য আশীর্বাদ হয়ে ফিরে আসে—এই প্রত্যাশায় তাঁর পরিবার, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়ার আবেদন জানিয়েছেন। আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং আবারও শিক্ষা ও নেতৃত্বের ময়দানে সক্রিয়ভাবে ফিরিয়ে আনেন—এই দোয়াই তারা প্রার্থনা করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ