মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

নাভিরজ্জু: শিশুর সবচেয়ে স্পর্শকাতর ও যত্নের দাবি রাখে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

শিশুর জন্মের পর নবজাতকের শরীরে যে অংশটি সবচেয়ে স্পর্শকাতর ও যত্নের দাবি রাখে, তা হলো নাভিরজ্জু বা Umbilical cord stump। গর্ভাবস্থায় এই নাভিরজ্জু দিয়েই মায়ের শরীর থেকে শিশু পায় প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন। জন্মের পর এই রজ্জুটির আর প্রয়োজন থাকে না এবং চিকিৎসক কেটে দেন। কিন্তু এরপর যা ঘটে, তা অনেক বাবা-মায়ের কাছেই রহস্যজনক, আবার অনেক সময় ভুল বিশ্বাস ও আচরণের জন্ম দেয়।

নাভিরজ্জু নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

১. নাভিরজ্জু শুকিয়ে না ফেলা পর্যন্ত গোসল করানো যাবে না — এটা আংশিক সত্য। আসলে যত্নসহকারে গোসল করালে কোনো সমস্যা হয় না।  
২. নাভিরজ্জুতে তেল বা গরম কিছু লাগালে শুকায় দ্রুত — এটি বিপজ্জনক। সংক্রমণের ঝুঁকি বাড়ে।  
৩. নাভিরজ্জু পড়লে তা সংরক্ষণ করতে হয় ভবিষ্যতের জন্য — কেবল তখনই প্রাসঙ্গিক, যদি সেটা প্লাসেন্টা সংরক্ষণের আওতায় আসে (যেমন: cord blood banking)। শুধু শুকনো রজ্জু রেখে কোনো চিকিৎসাগত উপকার নেই।

বাস্তব যত্ন ও করণীয়

নাভিরজ্জু কাটা জায়গা শুকনা রাখতে হবে। সেটা পরিষ্কার রাখুন, ভিজে গেলে নরম কাপড় দিয়ে মুছে ফেলুন, কোনোরকম তেল, পাউডার বা মলম ব্যবহার করা যাবে না। সাধারণত ৫–১৫ দিনের মধ্যে এটি শুকিয়ে পড়ে যায়। যদি লাল হয়ে যায়, দুর্গন্ধ বা পুঁজ দেখা যায়, তাহলে ডাক্তারের পরামর্শ নিন।

নাভিরজ্জু পড়ে যাওয়ার পর হালকা রক্তপাত হতে পারে, কিন্তু তা বেশিক্ষণ চললে সতর্ক হতে হবে। স্থানটি শুকিয়ে স্বাভাবিক হয়ে গেলে শিশুর নাভি হয়ে ওঠে তার শরীরের একটি স্বাভাবিক অংশ।

নাভিরজ্জু কোনো যাদু বস্তু নয়, বরং নবজাতকের জন্মোত্তর এক স্বাভাবিক অংশ, যার যত্ন বিজ্ঞানসম্মতভাবে নিলে শিশুর জন্য নিরাপদ ও সুস্থ বেড়ে ওঠার পথ সুগম হয়। ভুল ধারণা নয়, সঠিক তথ্যই হোক আপনার সন্তানের প্রথম সুরক্ষা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ