মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


ঈমানী দায়িত্ববোধ থেকে হেফাজতের কর্মসূচি সফল করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মায়ানমারের আরকানে মুসলমান নারী ও শিশু নির্যাতন এবং নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দেসবাসীর প্রতি আহবান জানিয়েছেন হেফাজত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বৌদ্ধসন্ত্রাসী ও সরকারী বাহিনী যৌথভাবে যে হত্যাকাণ্ড চালাচ্ছে তা অতীতের যে কোন সময়ের চাইতে মর্মান্তিক। নির্যাতিতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব।

রোরিঙ্গা ইসু রাজনৈতিক নয়, মানবিক ও ঈমানী দায়িত্ববোধ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল সফল করার জন্য তৌহিদী জনতার প্রতি তিনি আহবান জানান।

তিনি বলেন, জাতিসংঘ ও ওআইসি মিয়ানমার সরকারকে এই সাম্প্রদায়িক ও জাতিগত নিপীড়ন বন্ধের আহ্বান জানালেও মিয়ানমার সরকার তাতে কর্ণপাত করছে না। প্রতিবাদ বিক্ষোভ ছাড়া কোন বিকল্প নেই।

তিনি বলেন, অসহায় রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের সাহায্য করা জরুরি। রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিমরা আজ অধিকারহারা। ওরা নিজের আবাসভূমিতে বর্বরতম নির্যাতনের স্বীকার। তাদের মানবাধিকার রক্ষার সংগ্রামে ঝাপিয়ে পড়া সকলে নৈতিক দায়িত্ব।

‘ঘর নেই, খাবার নেই, বাথরুম নেই, গায়ে কাদা, চেহারায় আতঙ্ক, এ দৃশ্য সহ্য করার মতো নয়’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ