গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
মিছিলে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। বক্তব্য দেবেন ঢাকা উত্তরের সভাপতি ও যুগ্মমহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। সভাপতিত্ব করবেন ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।
এর আগে গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে যৌথ বাহিনীর হামলায় গুরুতর আহত হন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
আরএইচ/