খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে জুলাই আন্দোলনের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। তিনি বলেন, ভিপি নুরের ওপর হামলা আসলে পুরো জুলাই আন্দোলনের ওপর হামলার শামিল। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি তিনি ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টিসহ ১৪-দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
শনিবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর উত্তরা পার্টি সেন্টারে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি, আগামীর বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল। প্রধান বক্তা ছিলেন ঢাকা-১৮ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সহ-সভাপতি মুফতি ওসমান আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মুফতি কামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশরাফুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার আনোয়ার হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আনোয়ার রাজি ও বাংলাদেশ মাদ্রাসা কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুফতি জহির ইবনে মুসলিম।
এ ছাড়া আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর উত্তর সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম আজহারী, মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সালমান, সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক, মাওলানা কাউসার আহমদ সোহাইল, অর্থ সম্পাদক একে আজাদ, অফিস সম্পাদক মুফতি আবু সালেহ আজহারী, সাংবাদিক রাশেদুর রহমান প্রমুখ।
এমএইচ/