সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

ভোলায় দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর নতুন অফিস উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাসনাইন আহমেদ হাওলাদার, 
ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে সংস্কৃতি বিপ্লবের উদ্দেশ্যে গড়ে উঠা দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় হেলিপোর্ট সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা হয়।

দ্বীপাঞ্চল  শিল্পী গোষ্ঠীর  পরিচালক মো. ফয়সালের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন মো. হুমায়ুন আহমেদ। এ সময় শিশু শিল্পীরাও সংগীত পরিবেশনায় অংশ নেয়।

সাংস্কৃতিক তত্ত্বাবধায়ক আব্দুর রহিম বলেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাদের এই আয়োজন। সংস্কৃতির মাধ্যমে সমাজকে পরিবর্তনের দায়িত্ব আমরা নিয়েছি। ইসলামী সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে নাট্য ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সমাজ থেকে অসংস্কৃতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা মো. জহিরুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া সসাসের সাবেক পরিচালক কবি বোরহান মাহমুদ ভিডিও কলে যুক্ত হয়ে বলেন, বোরহানউদ্দিনের ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে এক সংস্কৃতি বিপ্লবের উদ্দেশ্য নিয়ে এই সংগঠন গড়ে উঠেছে। ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দিতে সবার সহযোগিতা প্রয়োজন।

সঙ্গীতপ্রেমিক মো. মঈন বিন সাইফুল্লাহ তার বক্তব্যে জানান, সংস্কৃতি বিপ্লবের মাধ্যমেই ইসলামী জাগরণ সম্ভব। ছাত্র উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা শিল্পীগোষ্ঠীর পরিবেশিত ইসলামী সংগীত উপভোগ করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ