সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

জাতীয় প্রেসক্লাবে মসজিদভিত্তিক সমাজ উন্নয়ন বিষয়ে গোলটেবিল আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব আল-কুরআন রিসার্চ অ্যান্ড লার্নিং, বাংলাদেশ-এর আয়োজনে “বাংলাদেশে মসজিদভিত্তিক গ্রাম ও সমাজ উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ঈসা মোহাম্মদ।

আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন—প্রফেসর ড. আবম সাইফুল ইসলাম সিদ্দীকী (ইবি), প্রফেসর ড. লোকমান হোসেন (ইবি), প্রফেসর ড. মোজেম হোসেন, ড. সাইদ মোহাম্মদ সাখাওয়াতুল ইসলাম, ড. মো. হেদায়েতুল্লাহ, ড. শাহ মুহাম্মদ খালিদ বিন নাছেরসহ প্রায় অর্ধশত শিক্ষাবিদ ও গবেষক।

আলোচকরা বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়। রাসুল সা.-এর যুগে মসজিদ ছিল বিচারকার্য পরিচালনা, চিকিৎসা প্রদান, অতিথি আপ্যায়ন ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তাই বর্তমান সমাজেও মসজিদকে সামগ্রিক উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

তাদের মতে, প্রতিটি মসজিদ হতে পারে নেতৃত্ব বিকাশের প্রতিষ্ঠান, সমাজ সংস্কারের পরামর্শকেন্দ্র, শিশু ও বয়স্কদের পাঠশালা, জ্ঞানচর্চার কেন্দ্র, মুসলিম ভ্রাতৃত্বের মিলনস্থল এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম। বক্তারা আরও বলেন, প্রতিটি মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সেবা, দাওয়াতি কার্যক্রমসহ নানামুখী উদ্যোগ থাকা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে ড. ঈসা মোহাম্মদ বলেন, আগামী মাসে সারা দেশের ইমামরা চারটি জুমার খুতবার মধ্যে একটি খুতবা মসজিদের প্রকৃত কার্যক্রম ও ব্যবস্থাপনা বিষয়ে প্রদান করবেন। একই সঙ্গে দেশের মুফাসসিরদের এ বিষয়ে তাফসির মাহফিলে আলোকপাত করার আহ্বান জানান। তিনি আরও ঘোষণা দেন, অচিরেই ইমাম ও মসজিদ কমিটির সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।

আলোচনা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন গোলটেবিল বৈঠকের সভাপতি ড. ঈসা মোহাম্মদ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ