শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ: ধর্ম মন্ত্রণালয় নিজের অজান্তেই ক্যামেরায় ধরা পড়ে পেহেলগামে জঙ্গি হামলার ভয়ঙ্কর দৃশ্য জুমার দিন যে আট আমল করবেন পাকিস্তানের ধাওয়ায় ভারতের বিমান বাহিনীর উপপ্রধানের চাকরি গেল আগামীকালের মহাসমাবেশে ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনা র-এর নথি ফাঁস! কাশ্মীর হামলায় ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত ভারতে স্কুলের খাবারে সাপ, অসুস্থ শতাধিক শিশু

আইনজীবী আলিফ হত্যা মামলা: ১১ আসামিকে শ্যোন অ্যারেস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার হওয়া ১১ আসামিকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে হওয়া আরেকটি মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছে আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মো. আবু বকর সিদ্দিক এ আদেশ দেন।

গ্রেফতার ১১ জন হলেন প্রেমনন্দন দাশ, রনব দাশ, বিধান দাশ, বিকাশ দাশ, রুমিত দাশ, সামির দাশ, শিব কুমার দাশ, ওম দাশ, অজয় দাশ রাজ কাপুর, এবং দেবী চরণ। তারা সবাই নগরের কোতোয়ালী থানার বান্ডেল রোডের সেবক কলোনির বাসিন্দা।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, চিন্ময় দাসের জামিন না-মঞ্জুরকে কেন্দ্র করে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া ওই ১১ আসামি পুলিশের ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি। তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৫ নভেম্বর ২০২৪ ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় ব্রহ্মচারীকে ডিবি পুলিশ গ্রেফতার করে। পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়। ২৬ নভেম্বর চিন্ময়ের মুক্তির দাবিতে তার অনুসারীরা বিক্ষোভ করে। বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে চট্টগ্রাম আদালত ভবনের কাছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় সাইফুল ইসলামের বাবা ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। একইদিন আলিফের ভাই ১১৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন। এছাড়া সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ আরও তিনটি মামলা করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ