শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
হার্ভার্ডের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন  যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ: ধর্ম মন্ত্রণালয় নিজের অজান্তেই ক্যামেরায় ধরা পড়ে পেহেলগামে জঙ্গি হামলার ভয়ঙ্কর দৃশ্য জুমার দিন যে আট আমল করবেন পাকিস্তানের ধাওয়ায় ভারতের বিমান বাহিনীর উপপ্রধানের চাকরি গেল আগামীকালের মহাসমাবেশে ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনা র-এর নথি ফাঁস! কাশ্মীর হামলায় ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত

রং-তুলিতে ৩২ নম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ছাত্রদের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভাষণ দেওয়ার প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে। বাড়িটির অধিকাংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকেই ধ্বংসাবশেষ দেখার জন্য উৎসুক জনতার ভীড় দেখা যায় সেখানে। উল্লাস করে বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়। 

এসব কিছুর মাঝে আলাদা কিছু দেখানোর জন্য রং-তুলি নিয়ে সেখানে হাজির হন ক্যালিওগ্রাফার উসাইদ মোহাম্মাদ। ধ্বংসস্তুপের মধ্য থেকে একটি ভাঙা দেয়ালে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন ‘দম্ভের পতন’। 

ছবিতে তিনি বোঝাতে চেয়েছেন- সবকিছুরই নিম্নগামীতা আছে। কিন্তু দম্ভের নিম্নগামীতা অত্যন্ত ভয়াবহ, খুবই লজ্জাজনক হয়। এর প্রতীক হিসেবে শিল্পী ছবির ব্যকগ্রাউন্ডে শেখ মুজিবের ধ্বংসাবশেষ বাড়িটা এঁকে দিয়েছেন। 

এ নিয়ে আমার দেশ পত্রিকার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এখানে আসার পর ধ্বংসস্তুপ দেখে আমার মাথায় এই চিত্রের আইডিয়া আসে। ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগ দম্ভ দেখিয়ে একের পর এক কর্মসূচি দিচ্ছে। ভারতে বসে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে। তারা যতবারই দম্ভ দেখাবে এই ‘৩২’ এর মত একটু একটু করে ওদের দম্ভ নিঃশেষ করে দেওয়া হবে। 

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি অত্যুচ্চমানের বেশ কিছু বিপ্লবী চিত্র ও ক্যলিওগ্রাফি বাংলাদেশকে উপহার দিয়েছেন। যা আমাদের মধ্যে জুলাই বিপ্লবের স্পিরিট জাগিয়ে তোলে। সুন্দর মনোরম নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায়। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ