বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘পলাতক ফ্যাসিস্টদের আক্রমণের প্রথম শহীদ গাজীপুরের কাশেম’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরের ধীরাশ্রমে আওয়ামী লীগের লোকজনের হামলায় নিহত শিক্ষার্থী আবুল কাসেমের জানাজা নামাজ গাজীপুরের রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাসহ শত শত লোক উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আবুল কাসেমের লাশবাহী গাড়ি রাজবাড়ি মাঠে এসে পৌঁছায়। তার আগেই শত শত লোক রাজবাড়ি মাঠে এসে উপস্থিত হয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজ শেষে নিহতের লাশ বোর্ডবাজারের দক্ষিণ কলমেশ্বর বাড়িতে নেওয়া হয়। সেখানে আরেকটি জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে সেখানে বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ, মহানগর জামায়াতের নায়েবে আমির মো. আলী হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ইমতিয়াজ আহমেদ তানভীর, গাছা থানা জামায়াতের আমির নিয়াজ উদ্দিন, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিচ, হেফাজতে ইসলামের নেতা মাওলানা নাসির উদ্দিন, ছাত্র অধিকারের নেতা ফরিদুজ্জামান জাহিদ, মহানগর বিএনপি নেতা প্রভাষক বশির উদ্দিন, ইসলামী ছাত্রশিবির জেলা কমিটির সভাপতি রেজাউল করিম।

এ সময় মহানগর বিএনপি নেতা ড. শহিদুজ্জামান, গণমাধ্যমবিষয়ক সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানাজার আগে বক্তব্যে পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘বাংলাদেশে যারা পলাতক, তারা হায়নার মতো আবারও আক্রমণ শুরু করেছে। ওই আক্রমণে প্রথম শহিদ আবুল কাসেম। পুলিশ এখন জনগণের স্বার্থে কাজ করছে।

জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত করা হয়েছে। বিতাড়িত শক্তি যদি আবারও মাথাচাড়া দেয়, আমরা সবাই একসঙ্গে মিলে রুখে দেব।

মহানগর জামাতে ইসলামীর নায়েবে আমির এবং আগামী জাতীয় নির্বাচনে গাজীপুর-২ আসনের দলীয় প্রার্থী মো. হোসেন আলী তাঁর বক্তব্যে বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। একই কারণে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে।

এদিকে, শহীদ আবুল কাসেমের একমাত্র ছোট বোনের লেখাপড়া ও বিয়ের দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ