বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

রাখাল রাহা ও সোহেল হাসানের শাস্তির দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি 

মহান আল্লাহর নামে কটূক্তির অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ও সোহেল হাসান গালিবের শাস্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ফেব্রুয়ারি)  আসরের পরে শ্রীমঙ্গল থানা মসজিদের সম্মুখ থেকে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া –এর উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শ্রীমঙ্গল থানা মসজিদ থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্তরে এসে শেষ হয়।

আনজুমানে তালামীযে ইসলামিয়া -এর উপজেলা শাখার সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেল আহমদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলের পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামী এবং আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক ও দায়িত্বশীলরত ব্যক্তিরা  উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা বলেন, রাখাল রাহা মহান আল্লাহর শানে চরম ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট প্রকাশ করেন। তবে পরিস্থিতির চাপে পড়ে তিনি পোস্টটি মুছে ফেলেন, যা নিজেই স্বীকার করে আরেকটি পোস্ট দিয়েছে।  রাখাল রাহার এই মন্তব্যের মাধ্যমে তিনি দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাত করেছেন, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। রাখাল রাহার আগে কথিত কবি সোহেল হাসান গালিবও  রাসুলুল্লাহ (সা.)-এর ব্যাপারে কুরুচিপূর্ণ ও ঘৃণ্য মন্তব্য করেছেন বলে তারা জানান।

তারা আরও বলেন, এদেশে কোন নাস্তিকের ঠাঁই হবে না। বাক-স্বাধীনতার কথা বলে কেউ যদি ইসলামের অবমাননা করে তাহলে তৌহিদী জনতা তাদের হাত ও মুখের স্বাধীনতার ব্যবস্থা নেবে। আল্লাহ, মহানবী (সা.) ও ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করতে হবে। এবং এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।

সংশ্লিষ্টরা জানান, পতিত স্বৈরাচারের প্রধানতম অস্ত্র ছিল দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করা। এবং এর ছত্রছায়ায় নানান দুর্নীতি-অনিয়ম,  খুন-গুম ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা। অভ্যুত্থান পরবর্তী এমন ধর্মীয় সর্বোচ্চ অনুভূতির জায়গায় আঘাতের মাধ্যম  সেই একই চক্রান্তের পূনরাবৃত্তি করতে চাচ্ছে ঘাপটি মেরে থাকা গালিব ও রাখাল সাহার মতো স্বৈরাচারের দোসররা। অবিলম্বে রাখাল রাহা ও সোহেল হাসান গালিবকে গ্রেপ্তার করতে হবে।

এনআরএন/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ