মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

রাজধানীর অদূরে গ্রামীণ পরিবেশে জিয়াউল উলুম মাদ্রাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার সাভারের নামা বাজারের অদূরে, সবুজ-শ্যামল গ্রামীণ পরিবেশে অবস্থিত জিয়াউল উলুম মাদ্রাসা। এটি শিক্ষার্থীদের জন্য একটি শান্ত, মনোরম ও অনুপ্রেরণামূলক শিক্ষার পরিবেশ।

জিয়াউল উলুম মাদ্রাসার বয়স দীর্ঘ হলেও আসন্ন শিক্ষাবর্ষে দারুণ সম্ভাবনার এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।এ লক্ষ্যে এক ঝাঁক তরুণ ও মেধাবি শিক্ষক নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।

মাদ্রাসার তত্ত্বাবধায়ক মুফতী রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, দারুল উলুম দেওবন্দের আদর্শ ও চিন্তা-চেতনাকে সামনে রেখে মাদ্রাসাটিকে যুগোপযোগী ও শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, জিয়াউল উলুম মাদ্রাসার কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে— সুবিস্তৃত ক্যাম্পাস, যা শিক্ষার্থীদের জন্য প্রশান্তিময় পরিবেশ তৈরি করে, শ্রেণিকক্ষ ও আবাসনের জন্য পৃথক ব্যবস্থা, যাতে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারে,সার্বক্ষণিক তত্ত্বাবধান, যাতে শিক্ষার্থীরা সর্বদা সুন্নাতের ওপর আমল করতে পারে, খেলাধুলার প্রশস্ত মাঠ, যা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক।

ইতিমধ্যে জিয়াউল উলুম মাদ্রাসার আগামী শিক্ষাবর্ষের ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মকতব, নাজেরা, হিফজুল কোরআন, মাদানি নেসাব (প্রথম বর্ষ), ইবতেদাইয়্যাহ থেকে দাওরায়ে হাদিস এবং উচ্চতর ফিকহ ও ফাতাওয়া বিভাগে আগামী ৭ থেকে ১০ শাওয়াল পর্যন্ত আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম শুরু হবে। পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীরা রমজানেও ভর্তির সুযোগ পাবে। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, অস্বচ্ছল ছাত্রদের প্রতি মাদ্রাসার বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মেধাবি ও আর্থিকভাবে অস্বচ্ছল ছাত্রদের জন্য মাদ্রাসার নিয়মিত খরচের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। এবং সীমিত সংখ্যক আসন পূরণ হবার আগেই আগ্রহীদের জিয়াউল উলুমে ভর্তির জন্য আহ্বান জানানো হয়েছে।

ভর্তির জন্য যোগাযোগ-মোবাইল: 01715963350

যাতায়াত: সাভার পাকিজা বাসস্ট্যান্ডে নেমে অটোরিকশা যোগে নামা বাজার ব্রিজের ওপারে বরাকৈর জিয়াউল উলুম মাদরাসা।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ