মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

যশোরের ঝিকরগাছায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় অসহায়দের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল (সোমবার, ৩ মার্চ) ঝিকরগাছা বিএম হাই স্কুল ময়দানে এই ইফতার সামগ্রী বিতরণ আনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি জনাব মো. শুয়াইব হাসান।

এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি শামীম মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার সেকেন্ড অফিসার এস আই জনাব মো. আলিমুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা ইসহাক মাযহারী, ঝিকরগাছা বি. এম. হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব মো. নাজমুল ইসলাম।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঝিকরগাছা প্রতিনিধি মুফতি সাইফুল ইসলাম যশোরী বলেন- আল্লাহর অশেষ মেহেরবানীতে বরাবরের ন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশব্যাপী অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানবতার পাশে দাঁড়িয়েছে। এবছর ইফতার সামগ্রী বিতরণ ও দাওয়াহ কার্যক্রমে অন্তত ত্রিশ হাজার পরিবারকে ইফতারি সহায়তা প্রদানের টার্গেট করছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা প্রায় ৮০টি অসহায় হত-দরিদ্র পরিবারকে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করছি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের সহ- সভাপতি- মাওলনা সদর উদ্দিন, ঝিকরগাছা প্রেসক্লাবের সিনিয়র রিপোর্টার জনাব মো. মাসুদ রানা, ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক হাফেয মাওলানা মুশফিকুর রহমান প্রমূখ।


ইফতার সামগ্রীতে প্রত্যেক পরিবারকে ২ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ২ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ