শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শাপলার চেতনা আগামীর বাংলাদেশের মাইলফলক: ইবনে শাইখুল হাদিস ২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা ‘নুরের ওপর হামলায় দেশের নেতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ’ বাংলাদেশ বিনির্মাণে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল জুলাই আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : খেলাফত মহাসচিব ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন মহাসচিব শিক্ষার মানোন্নয়ন ও নববি মানস গঠনে সমন্বিত উদ্যোগ জরুরি: মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি রাশেদের তুরস্কে পালিত হলো ১০৩তম বিজয় দিবস, আতাতুর্কের সমাধিতে এরদোয়ানের শ্রদ্ধা এই ঐক্যজোট ওই ঐক্যজোট নয়

শৈলকুপায় খেলাফত মজলিসের দাওয়াতী মাসের কর্মসূচি উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ আব্দুল আলিম (শৈলকুপা), ঝিনাইদহ

আল্লাহর দেয়া শ্রেষ্ঠ রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দেশব্যাপী দাওয়াতী মাস পালন করছে। ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এ দাওয়াতী মাস চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এর অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর হাসপাতাল সংলগ্ন জামে মসজিদে আজ এক দাওয়াতী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক রিক্সা প্রতীকে মনোনীত জনাব মোঃ আসাদুজ্জামান লাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমানসহ উপজেলা নির্বাহী ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য। রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন গণজাগরণের। আর এই গণজাগরণ সৃষ্টির লক্ষ্যেই আমাদের প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে প্রত্যেক পাড়ায়-পাড়ায় ও মহল্লায় দাওয়াতী কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।

নেতৃবৃন্দ দাওয়াতী মাসের কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং জনগণকে নতুন আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ