বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বেফাক-হাইআয় ৮২৫ কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করল খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ১৪৪৫ হিজরী/২০২৪ ঈসাব্দ শিক্ষাবর্ষে আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজ রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় জামিয়া কুরআনিয়া বকচর মাদরাসার মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

যশোর জেলাধীন কওমী মাদরাসা সমূহ থেকে ৫১৪ জন ছাত্র এবং ৩১১ জন ছাত্রী মোট ৮২৫ জন মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সহ-সভাপতি মাওলানা আবু তলহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী।

বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ যশোর জেলা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুল মান্নান, খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা রুহুল আমীন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা রশিদ আহমাদ বিন ওয়াক্কাস, মাওলানা নাজির উদ্দীন, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা শওকত হোসাইন, মুফতি শামসুর রহমান, মুফতি মাহমুদুল হাসান, মুফতি কামরুল আনোয়ার নাইম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আব্দুর রাজ্জাক প্রমুখ নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ