বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

চলছে নুরানী বোর্ডের ফলাফল প্রকাশ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ- ছবি: নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেসক্লাবে চলছে নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ পরিচালিত ৩য় শ্রেণির সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিশু শিক্ষায় নূরানীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা।

আজ সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়।

নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর পরিচালক  মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, নিরক্ষরতা দূরীকরণ, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানো, প্রতিটি গ্রামীণ জনপদে নুরানী মাদরাসা প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মের সন্তানদের বুকে ইসলামের সবুজ চারা রোপণ করতে আমরা কাজ করছি। শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত রহ.-এর ত্যাগ, কুরবানি ও ইখলাসের ফসল আজকের নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ। অবহেলিত জনগোষ্ঠীর জন্য কুরআন শিক্ষাকে সহজাতকরণে নূরানী তালীমুল কুরআন বোর্ড বিশেষ ভূমিকা রাখছে। সারাদেশে নিজস্ব সিলেবাসে বাংলা ইংরেজি ও গণিতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। আগামী দিনেও কুরআনের খেদমতে শায়খুল কুরআনের পরিবার বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন- তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সভাপতি মুফতি আরশাদ রাহমানী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশর সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী, খুলনা নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরিচালক মুফতি আবু তাহের কাসেমী নদভী, নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক আবু মোরতাজা মোহাম্মদ ফয়জুল্লাহ, নুরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসহাক মামুন, জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি উসামা আমিন, আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক, তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, ইকরা নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ, আলেম লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, নুরানী তালিমুল কুরআন বোর্ড সিলেটের চেয়ারম্যান মাওলানা বশির আহমদ, নুরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হোসাইন, বার্তা ২৪ ডটকমের এসিস্টেন্ট এডিটর মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, সময় টিভির সিনিয়র সাব-এডিটর মুফতি আব্দুল্লাহ তামিম প্রমুখ।

জানা গেছে, নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) পরিচালিত ৩য় শ্রেণীর ১৮তম সমাপনী পরীক্ষা গত ৩০ নভেম্বর (শনিবার) দেশব্যাপী একসঙ্গে শুরু হয়। চলে ০৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। এতে অংশ নেয় ৭২ হাজার ২ শ ৩০ জন ছাত্র-ছাত্রী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ