বুধবার, ১৩ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৯ সফর ১৪৪৭

শিরোনাম :
‘আরপিও সংশোধনীর সাথে পিআর পদ্ধতি সংযুক্ত হলে নির্বাচনী অরাজকতা দূর হবে’ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা সমকামী এক্টিভিস্ট কর্তৃক দুই বিশ্ববিদ্যালয় শিক্ষককে হত্যার হুমকি সত্য বলার কারণে সারজিসের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে: শায়খে চরমোনাই জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয় : এ্যানি সমীকরণ এখনো শেষ হয়নি: নাহিদ ইসলাম পৃথিবী এক ক্ষণস্থায়ী সরাইখানা ছাড়া কিছু নয় পিআর পদ্ধতিতে জবাবদিহিমূলক সরকার কায়েম হবে: পীর সাহেব চরমোনাই  জেদের বশবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা: আলী হাসান ওসামা ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন হবে না’

গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা’য় ভর্তির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে শিক্ষার আলো ছড়াচ্ছে ফিকহ-ফাতাওয়া ও উলুমে শরঈয়া বিষয়ক গবেষণাধর্মী উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান ‘মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা।’

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি রয়েছেন বিজ্ঞ আলেমে দ্বীন মুফতি মুহাম্মদ ইয়াহইয়া হাফিজাহুল্লাহ।

জানা যায়, ‘মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা’য় ১৪৪৬-৪৭ হিজরি শিক্ষাবর্ষে ইফতা, উলূমুল হাদীস ও দাওয়াহ বিভাগে ভর্তির এলান প্রকাশ করা হয়েছে। তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (২ বছর), উলূমুল হাদীস (২ বছর) ও দাওয়াহ ওয়াল ইরশাদ (১ বছর) বিভাগে সীমিত কোটায় ভর্তি নেবে প্রতিষ্ঠানটি।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ইফতা বিভাগে রাজধানী ঢাকার মালিবাগ জামিআর ইফতা বিভাগের প্রধান মুশরিফ, মুফতী হারুন সাহেব (দা. বা.)  আধুনিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত মুহাযারা পেশ করেন এবং ফতোয়ার তামরীন দেখেন।

ফরম বিতরণ : ৪ শাওয়াল, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে।

ইফতা বিভাগের লিখিত ভর্তি পরীক্ষার বিষয় হিসেবে থাকছে- (ক) হেদায়া ৩য় খণ্ড এবং ফাতহুল কাদীর, কিতাবুল বুয়ূ থেকে ইজারার শেষ পর্যন্ত। খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)। এবং মৌখিক পরীক্ষার বিষয় হিসেবে থাকছে- হেদায়া ৩য় খণ্ড এবং ফাতহুল কাদীর, কিতাবুল বুয়ূ থেকে ইজারার শেষ পর্যন্ত।

উলূমুল হাদীস বিভাগের লিখিত ভর্তি পরীক্ষার বিষয় হিসেবে থাকছে- (ক) ফাতহুল বারী (১ম খণ্ড) ও শরহু নুখবাহ (খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)। এবং মৌখিক পরীক্ষার বিষয় হিসেবে থাকছে- ফাতহুল বারী (১ম খণ্ড) ও প্রাসঙ্গিক যেকোনো বিষয়।

দাওয়াহ বিভাগের লিখিত ভর্তি পরীক্ষার বিষয় হিসেবে থাকছে- (ক) সহীহ বুখারী (২য় খণ্ড)। তাফসীরে ইবনে কাসীর (সুরা ফাতিহা ও বাকারা)। (খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)। এবং মৌখিক পরীক্ষার বিষয় হিসেবে থাকছে- যেকোনো বিষয়, যেকোনো কিতাব।

‘মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা’র প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সকল বিভাগের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ শাওয়াল, বাদ যোহর (২: ৩০মি.)। মৌখিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ শাওয়াল (সকাল ৮ টায়)। ফলাফল প্রকাশিত হবে ৬ শাওয়াল। ভর্তি নেওয়া হবে ফলাফল প্রকাশের পর। ভর্তির জন্য আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদীসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।

এছাড়া ভর্তির সময় মেশকাত ও দাওরায়ে হাদীসের নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জমা দিতে হবে।

যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন ০১৩১৩৬০০৯০০, ০১৬০৮২২৬৮৯৯ নাম্বারে।

ঠিকানা: বাসা-১/বি/২, রোড-২৯/এ, পল্লবী, ঝিলপাড়, মিরপুর-১২, ঢাকা-১২১৬।

E-mail: markazulfatawa@gmail.com

Website : www.markazulfatawa.com

https://www.facebook.com/markazulfatawa

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ