মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জামিয়া আরাবিয়া শামসুল উলূম মাদরাসার খতমে বুখারী ও দোয়া মাহফিল ২৪ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর খিলগাঁওয়ে পশ্চিম নন্দীপাড়ায় অবস্থিত জামিয়া আরাবিয়া শামসুল উলূম মাদরাসার ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস ও হিফজ সমাপনী ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে ‘খতমে বুখারী ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ জানুয়ারি, রোজ শুক্রবার।

ওই দিন বেলা ৩ ঘটিকায় বায়তুল ফালাহ জামে মসজিদে এ অনুষ্ঠান শুরু হবে।

হাদিসের শ্রেষ্ঠ গ্রন্থ বুখারী শরীফের দরস প্রদান করবেন জামিয়াটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা হাকীম আব্দুস সামাদ (চেয়ারম্যান, বাংলাদেশ কওমি কাউন্সিল ও বিশিষ্ট খলিফা-আল্লামা আশরাফ আলী রহ. ও আল্লামা আব্দুস সালাম রহ.)।

বিশেষ বয়ান পেশ করবেন মাওলানা মুফতি মুজ্জাম্মিল ফারুক কাসেমী (খতিব, দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয়-২ জামে মসজিদ) ও বহু গ্রন্থ প্রণেতা, লেখক-গবেষক মুফতি উবাইদুল্লাহ শাকির (নায়েবে মুহতামিম, দারুল আরকাম, যশোর)।

খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সবাইকে শুভাকাঙ্খী হিসেবে স্ব-বান্ধব আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন মাদরাসাটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা হাকীম আব্দুস সামাদ ও মোতাওয়াল্লী জনাব মো: আমিনুল ইসলাম।

উল্লেখ্য, জামিয়া আরাবিয়া শামসুল উলূম ২০০৭ইং সালে পশ্চিম নন্দীপাড়ায় মরহুম ইঞ্জি: শামসুল হক রহ. কর্তৃক ওয়াকফকৃত জায়গার উপর যাত্রা শুরু করে।  ২০২৪ সালে এসে অত্র মাদরাসাটি পূর্ণাঙ্গ জামিয়া হিসেবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ তাইসির থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) পর্যন্ত কার্যক্রম শুরু হয়। তাই, এ বছরই প্রথম খতমে বুখারী অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ