মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
‘আরপিও সংশোধনীর সাথে পিআর পদ্ধতি সংযুক্ত হলে নির্বাচনী অরাজকতা দুর হবে’ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা সমকামী এক্টিভিস্ট কর্তৃক দুই বিশ্ববিদ্যালয় শিক্ষককে হত্যার হুমকি সত্য বলার কারণে সারজিসের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে: শায়খে চরমোনাই জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয় : এ্যানি সমীকরণ এখনো শেষ হয়নি: নাহিদ ইসলাম পৃথিবী এক ক্ষণস্থায়ী সরাইখানা ছাড়া কিছু নয় পিআর পদ্ধতিতে জবাবদিহিমূলক সরকার কায়েম হবে: পীর সাহেব চরমোনাই  জেদের বশবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা: আলী হাসান ওসামা ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন হবে না’

ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার নিন্দা রাশিয়ার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (৯ আগস্ট) ইসরায়েলের গাজা শহর দখল পরিকল্পনার কঠোর নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই পরিকল্পনা গাজা উপত্যকায় মানবিক সংকটকে আরও গভীর ও মারাত্মক করবে। খবর এএফপির।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইতিমধ্যেই বিরাজমান ভয়াবহ পরিস্থিতি এ ধরনের পদক্ষেপের ফলে আরও খারাপ হবে, যেখানে মানবিক বিপর্যয়ের সব লক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৮৭ শতাংশ এলাকা ইতোমধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে অথবা সরিয়ে নেওয়ার নির্দেশের আওতায় রয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে, সামরিক অগ্রগতি চলমান সংকটকে ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনতে পারে।

বিশ্বজুড়ে বিভিন্ন দেশ গাজা শহরের ওপর ইসরায়েলের এই দখল পরিকল্পনাকে সমালোচনা করেছে এবং এ নিয়ে সংঘাত ও রক্তপাত বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো অস্ত্রবিরতি, বন্দিদের মুক্তি এবং মানবিক সাহায্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি তুলেছে।

হামাস, ইরান, সৌদি আরবসহ অনেক দেশ এই পরিকল্পনাকে জাতিগত নির্যাতন ও গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। পাশাপাশি মিশর, জর্ডান, তুরস্ক, স্পেনসহ অন্যান্য রাষ্ট্র দুই-রাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনি অধিকার লঙ্ঘন বলে কঠোর নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ