শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শাপলার চেতনা আগামীর বাংলাদেশের মাইলফলক: ইবনে শাইখুল হাদিস ২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা ‘নুরের ওপর হামলায় দেশের নেতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ’ বাংলাদেশ বিনির্মাণে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল জুলাই আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : খেলাফত মহাসচিব ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন মহাসচিব শিক্ষার মানোন্নয়ন ও নববি মানস গঠনে সমন্বিত উদ্যোগ জরুরি: মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি রাশেদের তুরস্কে পালিত হলো ১০৩তম বিজয় দিবস, আতাতুর্কের সমাধিতে এরদোয়ানের শ্রদ্ধা এই ঐক্যজোট ওই ঐক্যজোট নয়

তিন সন্তানসহ শ্যামল-সোনালী দম্পতি ইসলামের ছায়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার চৌদ্দগ্রামে তিন সন্তানসহ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শ্যামল ও সোনালী নামে এক দম্পতি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে চৌদ্দগ্রাম উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদের আনুষ্ঠানিকভাবে তাওহীদের কালেমা বাক্য পাঠ করান।

এর আগে গত মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ইয়াসমিনের আদালতে ধর্ম পরিবর্তন সংক্রান্ত হলফনামা করেন তারা। বর্তমানে শ্যামলের নাম মো. আবিদ উল্লাহ, সোনালী দেবীর নাম আরোহী জান্নাত, বড় মেয়ে মনিষার নাম তাসনিম জান্নাত, ছোট মেয়ে তিশার নাম আরিশা জান্নাত এবং একমাত্র ছেলে আয়ুষ্মানের নতুন নাম মোহাম্মদ আনাস রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা শ্যামল-সোনালী দম্পতি প্রায় ১০ বছর যাবৎ চৌদ্দগ্রাম বাজারস্থ জামে মসজিদ রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। বাসার পাশেই রয়েছে শ্যামলের একটি সেলুন দোকান। নয় বছর আগে তাদের দাম্পত্যজীবনে মেয়ে মনিষা জন্মগ্রহণ করে। মনিষার বয়স ৩-৪ বছর হলে সে পাশের মক্তব, মসজিদ, মাদরাসা ও কিন্ডার গার্টেনে পড়ুয়া ছোট ছেলে-মেয়েদের সঙ্গে মিশে খেলাধুলা করে।

দুই বছর আগে শ্যামল তার সেলুন দোকানের কাস্টমার এলাকার কয়েকজন তরুণ ব্যবসায়ীর সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে আলাপ-আলোচনা করেন। তারা শ্যামলকে আরও বুঝতে কিছুটা সময় নিতে বলেন। একপর্যায়ে ওই শিশুদের কাছে শুনতে শুনতে মনিষার কালেমাসহ কয়েকটি সুরা মুখস্থ হয়ে যায়। মনীষা প্রায় প্রতিদিনই বাসায় তার পিতা শ্যামল ও মা সোনালীকে পবিত্র কুরআনের সূরা পড়ে শোনায়। এতে শ্যামল-সোনালী দম্পতি ধীরে ধীরে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়। দুই বছর আগে শ্যামল তার সেলুন দোকানের কাস্টমার এলাকার কয়েকজন তরুণ ব্যবসায়ীর সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে আলাপ-আলোচনা করেন। তারা শ্যামলকে আরও বুঝতে কিছুটা সময় নিতে বলেন।

গত মঙ্গলবার কুমিল্লার আদালতে গিয়ে শ্যামল-সোনালী দম্পতি সনাতনী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তাকে আনুষ্ঠিানিকভাবে কালেমা পড়িয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়। ইসলাম ধর্ম গ্রহণের পর তাদের সকলের নাম পরিবর্তন করে রাখা হয়।

বৃহস্পতিবার রাতে তিন সন্তানসহ কালেমা পাঠের মাধ্যমে শরীয়াহ মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আকতারুজ্জামান, এমরান হোসেন বাপ্পি, তরুণ ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেন ইয়াছিন, মো. আরিফুর রহমান, মো. মাহফুজুর রহমান, মো. ইলিয়াছসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ