আগামীকাল শনিবার ১০ মে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার চঙ্গশিমুলিয়া চৌরাস্তা জামে মসজিদের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে বয়ান করবেন জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর এর শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক। মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ, সাভার এর পরিচালক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবি। দারুল উলূম রূপগঞ্জ নারায়ণগঞ্জ এর মুহতামিম মাওলানা হাসান জামিলসহ বরেণ্য ওলামায়ে কেরামগণ। সভাপতিত্ব করবেন মানিকগঞ্জ জেলার শীর্ষ আলেম মাওলানা শাহ সাঈদ নুর।
মাহফিল এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান মজনু বলেন, তাদের আয়োজনের প্রস্তুতি গুছিয়ে এনেছেন এবং স্থানীয় ধর্মপ্রাণ জনতা ওলামায়ে কেরামের মুখ থেকে দ্বীনি আলোচনা শুনতে উন্মুখ হয়ে আছে।
এমএম/