শনিবার, ১৭ মে ২০২৫ ।। ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ১৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জুলাই বিপ্লবের বিষয়ে একাডেমিক করাপশন হয়েছে: হাসনাত আবদুল্লাহ হামলার আগেই পাকিস্তানকে জানিয়েছে ভারত চোখে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল ‘নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ সারাদেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ঘেরাও হবে জাতির জন্য দুভার্গ্য : সালাহউদ্দিন বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত ‘ঐক্য প্রচেষ্টায় আল্লামা সুলতান যওকের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে’ দেশে আওয়ামী স্টাইলে নির্বাচন আর হবে না : রফিকুল ইসলাম খান

যত দিন বেঁচে আছি অন্যায়ের বিরুদ্ধে থাকব: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) আল্লামা মামুনুল হক বলেছেন, যতদিন বেঁচে থাকবো, সত্যের পথে থাকবো, জুলুমের বিরুদ্ধে থাকবো, সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকবো। যতটুকু পারি ততটুকু করবো, না পারলে আমাদের সমর্থন থাকবে।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় হাজী মোহাম্মদ (র.) এতিমখানা ও মাদরাসা এবং মসজিদ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক এবং মাদরাসা-মসজিদের প্রতিষ্ঠাতা হাজী আশরাফ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশ যদি গোটা আরব কিংবা মুসলিম বিশ্বে পরিচিত হতে পারে, তার একটি বড় কারণ হলো সোনারগাঁ। তিনি বলেন, এ অঞ্চলে, পাকিস্তান-ভারত উপমহাদেশের হিন্দুবাদী এলাকায়, সোনারগাঁ ছিল প্রথম স্থান যেখানে আল্লাহর পয়গাম্বরের হাদিসের শিক্ষা উচ্চারিত হয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুহিব্বুল্লাহ আল বাকী, বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ওবায়দুল কাদের নদবী, ইমাম উলামা ঐক্য পরিষদের মহাসচিব মুফতী মো. সাইদুর রহমান, সোনারগাঁও থানা শাখা হাফেজ মাওলানা সোহরাব হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মাদরাসা ও মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ