শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মসজিদে নববীতে এক দিনে বিতরণ ১৮৩ টন জমজমের পানি কলকাতায় বাংলাদেশি ইলিশের দাম চড়া, আগ্রহ হারাচ্ছে ক্রেতারা মাদরাসাতুল কুরআনে ‍দুই দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত আগামী সরকার জুলাই আত্মত্যাগকে ধারণ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা  ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: এ টি এম আজহার ৩৭ বছরের ইমামকে রাজকীয় বিদায় ইমাম-খতিবদের হয়রানি বন্ধে হেফাজতের ‘বিশেষ সেল’ খোলার আহ্বান এদেশের সব ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে: মির্জা ফখরুল সংকট এড়িয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান সালাহউদ্দিনের জামায়াতের আমির হামযার বক্তব্যের কড়া প্রতিবাদ মুহসীন হল শিক্ষার্থীদের

ইমরান খানের বিরুদ্ধে ‘প্রতারণামূলক বিয়ের’ মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রতারণামূলক বিয়ে ও ব্যভিচারের অভিযোগে মামলা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে। বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকা তাদের বিরুদ্ধে এ মামলা করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  


এতে বলা হয়, শনিবার (২৫ নভেম্বর) ইসলামাবাদ পূর্ব সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহর আদালতে ৩৪ (সাধারণ অভিপ্রায়), ৪৯৬ (অবৈধ বিয়ে) এবং ৪৯৬বি (ব্যভিচার)-এর অধীনে অভিযোগ দায়ের করেছেন মানেকা।

আদালত শুনানি শেষে মামলায় উল্লেখিত তিন সাক্ষীর প্রতি নোটিশ জারি করেন। তারা হলেন ইস্তেখাম-ই-পাকিস্তান পার্টির সদস্য আউন চৌধুরী, নিকাহ পরিচালনাকারী মুফতি মুহাম্মদ সাঈদ ও মানেকার বাড়ির কর্মচারী লতিফ। মঙ্গলবার (২৮ নভেম্বর) তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত সপ্তাহের শুরুতে মানেকা অভিযোগ করেন, ইমরান খান বুশরা বিবিকে বিয়ে করায় তার জীবন নষ্ট হয়ে যায়। বুশরার সঙ্গে তার বিবাহিত জীবন নষ্ট করার জন্য ইমরানকে দায়ী করেন তিনি।  

১৯৮৯ সালে বুশরা ও মানেকা বিবাহবন্ধনে আবদ্ধ হন। মানেকার অভিযোগ, তালাকের আগে বুশরার সঙ্গে  ইমরান খানের পরিচয় হয়। এরপর থেকেই মানেকার অনুপস্থিতিতে তার বাড়িতে অনেক সময় কাটাতেন পিটিআইপ্রধান। যা ছিল অনৈতিক ও অপ্রত্যাশিত। এছাড়া ফোনেও তাদের যোগাযোগ ছিল।

তিনি আরও দাবি করেন, ২০১৭ সালের ১৪ নভেম্বর বুশরাকে তালাক দেন তিনি। ইদ্দতকাল (অপেক্ষার সময়কাল) শেষ হওয়ার আগেই ২০১৮ সালের ১ জানুয়ারি বিয়ে করেন ইমরান ও বুশরা। যা ইসলামিক ও রাষ্ট্রীয় আইনে বিয়ে অবৈধ।

আদালতের কাছে মানেকা আরজি জানিয়েছেন, ন্যায়বিচারের স্বার্থে আইন অনুযায়ী ইমরান ও বুশরাকে তলব করা হোক। তাদের কঠোর শাস্তি দেওয়া হোক। 

গত ৫ আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ