শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


অন্য যুদ্ধের চেয়ে গাজায় বেশি বেসামরিক নাগরিক নিহত : ইসরায়েলি গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে সংঘটিত সংঘাতে গড় বেসামরিক নিহতের সংখ্যার চেয়ে গাজায় ইসরায়েলের বোমা বর্ষণে উল্লেখযোগ্যভাবে বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইসরায়েলি একটি গবেষণায় এই তথ্য দেখা গেছে।

ইসরায়েলের ওপেন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের অধ্যাপক ইয়াগিল লেভি রয়টার্সকে বলেন, ইসরায়েলের বোমা হামলা অভিযানের প্রথম তিন সপ্তাহে বেসামরিক মানুষের মৃত্যুর হার ৬১ শতাংশে পৌঁছেছে, যা অন্যান্য যুদ্ধের প্রায় অর্ধেকের তুলনায় বেশি।  ২০১২-২০২২ সময়কালে এই অনুপাত প্রায় ৪০ শতাংশ ছিল।

বিস্তৃত উপসংহারে বলা হয়েছে যে, বেসামরিক নাগরিকদের ব্যাপক হারে হত্যা ইসরায়েলের নিরাপত্তার জন্য কোনো অবদান রাখে না, বরং এটি ইসরায়েলকে আরও দুর্বল করার ভিত্তিও ধারণ করে। 
লেভি বলে, গাজাবাসীরা যারা তাদের বাড়ির ধ্বংসাবশেষ এবং তাদের পরিবারের ক্ষতি থেকে বেরিয়ে আসবে তারা প্রতিশোধ চাইবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ