সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৮,৭৮৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতায় বেড়েই চলেছে নিহতের সংখ্যা। ইসরায়েলি বাহিনীর পাশবিক হামলায় সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮৭ জনে। আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৯৭ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার ছিল গাজায় চলমান বর্বর হামলার ৬৯তম দিন।

এদিকে, বৃহস্পতিবার গাজার জাবালিয়ার কামাল আদওয়ান হাসপাতাল থেকে ৭০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। আটক ব্যক্তিরা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী বলে জানা গেছে। এসব সাধারণ ফিলিস্তিনির হাতে কয়েকটি অস্ত্র তুলে দিয়ে তাদেরকে হামাসের আত্মসমর্পণকারী সদস্য হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। ইসরায়েলি বর্বর বাহিনী তাদের কাছে চারটি সাধারণ অস্ত্র পাওয়ার দাবি করেছে ও সেগুলো প্রদর্শন করেছে।


গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। গাজায় নিষিদ্ধ ফসফরাস বোমাও ব্যবহার করা হচ্ছে। গাজার পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে গত ৬৯ দিনে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েল দক্ষিণ লেবাননেও হামলা চালাচ্ছে। অবশ্য সর্বত্রই ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ