রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

গাজায় শান্তি সম্মেলনের আহ্বান চীনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

ইসরায়েল-হামাস যুদ্ধের ১০০তম দিন পেরোলেও শান্তির কিংবা শান্তি আলোচনার বিন্দুমাত্র লক্ষণ নেই অঞ্চলটিতে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ব্যস্ত ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা করা নিয়ে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ এই অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে চীন।

গাজা যুদ্ধের ওপর বড় মাপের ও স্থায়ী শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। হামাস যোদ্ধারা তিনজন ইসরায়েলি জিম্মির একটি ভিডিও সম্প্রচার করে হুঁশিয়ারি দেওয়ার পরে শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছেন তিনি।

সপ্তাহান্তে মিসরে বক্তৃতাকালে চীনের শীর্ষ কূটনীতিক ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধান’ বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট সময়সূচী ও রোড ম্যাপ প্রণয়ন এবং ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা দ্রুত পুনঃপ্রবর্তনে সমর্থন করার আহ্বান জানান।

রোববার এক ভিডিও বার্তায় হামাস বলেছে, তারা গাজায় তিনজন ইসরায়েলি জিম্মিকে বন্দী করে রেখেছে। তারা ইসরায়েলি সরকারকে তাদের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করতে ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির আহ্বানও জানিয়েছে।

৩৭ সেকেন্ডের ভিডিওতে বলা হয়েছে, ‘আগামীকাল (সোমবার) আমরা তাদের ভাগ্য সম্পর্কে আপনাদের অবহিত করব।’

হামাসের হাতে বন্দী প্রায় ২৪০ জিম্মির মধ্যে প্রায় অর্ধেককে নভেম্বরের যুদ্ধবিরতিতে মুক্তি দেওয়া হয়েছিল। ইসরায়েল বলেছে, ১৩২ জিম্মি গাজায় রয়ে গেছেন ও তাদের মধ্যে ২৫ জন বন্দী অবস্থায় মারা গেছেন।

ইসরায়েল আরও বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলায় ১ হাজার ২০০ জনের বেশি লোক নিহত হয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আক্রমণে প্রায় ২৪ হাজার মানুষ নিহত ও ৬০ হাজারের বেশি আহত হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী রোববার বলেছে, ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে দক্ষিণ লোহিত সাগরের মার্কিন ডেস্ট্রয়ারের দিকে একটি জাহাজ-বিরোধী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। তাদের যুদ্ধবিমান সেটিকে গুলি করে ভূপাতিত করেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ