রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের

গাজায় শান্তি সম্মেলনের আহ্বান চীনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

ইসরায়েল-হামাস যুদ্ধের ১০০তম দিন পেরোলেও শান্তির কিংবা শান্তি আলোচনার বিন্দুমাত্র লক্ষণ নেই অঞ্চলটিতে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ব্যস্ত ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা করা নিয়ে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ এই অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে চীন।

গাজা যুদ্ধের ওপর বড় মাপের ও স্থায়ী শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। হামাস যোদ্ধারা তিনজন ইসরায়েলি জিম্মির একটি ভিডিও সম্প্রচার করে হুঁশিয়ারি দেওয়ার পরে শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছেন তিনি।

সপ্তাহান্তে মিসরে বক্তৃতাকালে চীনের শীর্ষ কূটনীতিক ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধান’ বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট সময়সূচী ও রোড ম্যাপ প্রণয়ন এবং ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা দ্রুত পুনঃপ্রবর্তনে সমর্থন করার আহ্বান জানান।

রোববার এক ভিডিও বার্তায় হামাস বলেছে, তারা গাজায় তিনজন ইসরায়েলি জিম্মিকে বন্দী করে রেখেছে। তারা ইসরায়েলি সরকারকে তাদের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করতে ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির আহ্বানও জানিয়েছে।

৩৭ সেকেন্ডের ভিডিওতে বলা হয়েছে, ‘আগামীকাল (সোমবার) আমরা তাদের ভাগ্য সম্পর্কে আপনাদের অবহিত করব।’

হামাসের হাতে বন্দী প্রায় ২৪০ জিম্মির মধ্যে প্রায় অর্ধেককে নভেম্বরের যুদ্ধবিরতিতে মুক্তি দেওয়া হয়েছিল। ইসরায়েল বলেছে, ১৩২ জিম্মি গাজায় রয়ে গেছেন ও তাদের মধ্যে ২৫ জন বন্দী অবস্থায় মারা গেছেন।

ইসরায়েল আরও বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলায় ১ হাজার ২০০ জনের বেশি লোক নিহত হয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আক্রমণে প্রায় ২৪ হাজার মানুষ নিহত ও ৬০ হাজারের বেশি আহত হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী রোববার বলেছে, ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে দক্ষিণ লোহিত সাগরের মার্কিন ডেস্ট্রয়ারের দিকে একটি জাহাজ-বিরোধী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। তাদের যুদ্ধবিমান সেটিকে গুলি করে ভূপাতিত করেছে।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ