মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

গাজায় শান্তি প্রতিষ্ঠায় অনড় এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রতি তুরস্কের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  তিনি বলেছেন, আমরা ফলাফল (গাজায় শান্তি প্রতিষ্ঠা) না পাওয়া পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

হুরিয়াত ডেইলি জানিয়েছে, মন্ত্রিসভার এক বৈঠকে এ কথা বলেন এরদোগান।

মন্ত্রিসভার বৈঠকের বক্তৃতার পর এরদোগান তুর্কি জনগণকে ফিলিস্তিনিদের প্রতি তাদের অব্যাহত সংহতির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন,  গত সপ্তাহে ইস্তাম্বুলে প্রায় ৫ লাখ মানুষ বিক্ষোভ করে দেখিয়েছে গাজা একা নয়।

তিনি আরও বলেন, ‘গত ১ জানুয়ারি আমাদের নাগরিকরা ফিলিস্তিনের প্রতি তুরস্কের অটল সমর্থন প্রদর্শন করে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে।।’

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘৬১ বছরের বাথ নিপীড়ন এবং ১৩ বছরের গণহত্যার পরে, সিরিয়ায় যেভাবে বিশ্বাস, ভরসা ও ধৈর্য বিরাজ করছে সেভাবে আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায়বিচারের জয় হবে।  ন্যায়ের সূর্য নিপীড়নের অন্ধকার ভেদ করবে।’

তিনি ফিলিস্তিনের জন্য তুরস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর জোর দিয়ে বলেন, ১৯৬৭ সীমানার ওপর ভিত্তি করে আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র এবং পূর্ব জেরুজালেমের রাজধানী হিসেবে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। ’

এ সময় এরদোগান ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এবং  নতুন বছর গাজার দুর্দশাগ্রস্তদের জন্য শান্তি ও স্বস্তি নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনবাহিনী।  এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় ৪৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।  আর আহত হয়েছেন এক লাখ ৯ হাজারেরও বেশি মানুষ।  এদিকে, গাজা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থন অব্যাহত রেখেছে তুরস্ক।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ