মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত ২৯তম তারাবিতে শুক্রবার (২৮ মার্চ) পবিত্র কোরআন খতম করা হবে।
মসজিদে হারামের পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট শায়খ আবদুর রহমান আস সুদাইস তারাবির নামাজে কোরআন খতম এবং দোয়া করবেন। এর মধ্য দিয়ে তিনি টানা ৩৫ বছর মসজিদে হারামে কোরআন খতমের রেকর্ড গড়তে যাচ্ছেন।
শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস প্রতি বছরই তারাবিতে কোরআন খতমের পর কান্নাজড়িত কণ্ঠে দীর্ঘ দোয়া পরিচালনা করেন।
শুক্রবার রাতে মদিনার মসজিদে নববিতেও কোরআন খতম করা হবে। মসজিদে নববিতে কোরআন খতম করবেন শায়খ ড. সালাহ বিন মুহাম্মদ আল-বুদাইর।
ধারণা করা হচ্ছে শেষ তারাবিতে মসজিদে হারামে ২৫ লাখের বেশি মুসল্লি উপস্থিত থাকবেন। আর মসজিদের নববির তারাবিতে থাকবেন চার লাখের মতো মুসল্লি।
নামাজের পর উভয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এতে সারাবিশ্বের মুসলিমদের জন্য ক্ষমা প্রার্থনা এবং তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি কামনা করা হবে।
দোয়ায় বিশেষভাবে সৌদি আরবসহ সব মুসলিম দেশগুলোর শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করবেন। অশ্রুসিক্ত নয়নে হাত তুলে এই দোয়ায় অংশ নেবেন লাখ লাখ মুসল্লি।
শায়খ আবদুর রহমান আস-সুদাইস দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে মসজিদে হারামে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মাত্র ২২ বয়সে ১৪০৪ হিজরি মোতাবেক ১৯৮৪ সালের মে মাসে খতিব ও ইমাম হিসেবে নিয়োগ পান।
২০১২ সাল মোতাবেক ১৪৩৩ হিজরিতে সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পান। গত ৩৫ বছর ধরে তিনি হারাম শরিফের তারাবিতে কোরআন খতম করছেন।
এমএম/